• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত 

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩১

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত। গত দুই বছরের মধ্যে এটি সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) এমন চিত্র দেখা গেছে। এর পেছনে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতাকে দায়ী করা হয়েছে। খবর রয়টার্স

জানা গেছে, এক দিনের হিসেবে ডলারের বিপরীতে রুপির শূন্য দশমকি ৭ শতাংশ পতন ঘটে। দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির মান ৮৬ দশমকি ৫৮২৫ থাকলেও শেষে গিয়ে দাঁড়ায় ৮৬ দশমকি ৭৫৫০ তে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় রুপির এমন দরপতন ঘটে।

গত বছরের ডিসেম্বর থেকে ভারতীয় মুদ্রার মান দুই শতাংশ কমে গেছে। মূলত ভারতের ধীর গতির অর্থনীতি এবং ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে এমন আশঙ্কা থেকেই রুপির দরপতন হয়েছে।

এ বিষয়ে আরবিএল ব্যাংকের ট্রেজারি প্রধান আনশুল চন্দক বলেন, রুপির দরপতন আরও কিছুদিন অব্যাহত থাকবে। যদিনা কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে বিশেষ কিছু করতে না পারে। এদিকে ভারতীয় রুপির দরপতনের কারণে প্রভাব পড়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভেও।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৪ জানুয়ারি)
মাদুরোর গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
স্বপ্নে পাওয়া নম্বরে জিতলেন ৫০ হাজার ডলারের লটারি!
মেহেরপুরে সবজির বাজারে দরপতন, বিপাকে চাষিরা