ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

বাংলাদেশ ব্যাংককে সতর্ক করলেন অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ জানুয়ারি ২০১৮ , ১২:৫৬ পিএম


loading/img

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কালো টাকা ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে সতর্ক থাকতে হবে। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিজ্ঞাপন

একইসঙ্গে তিনি ব্যাংকগুলোকে ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে অর্থমন্ত্রী এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা আছে। সেটা থাকবে। তবুও বাজেট থেকে সরকারি ব্যাংকগুলোতে মূলধন যোগান দেয়া হবে।

তিনি বলেন, নির্বাচনী বছরে কালো টাকা ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই ব্যাংকগুলোকেও ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

অর্থমন্ত্রী এসময় আরও বলেন, আসছে বাজেটে রুপালি ব্যাংকের আমানত বৃদ্ধি করা হবে।  ২০১৮ সালের মধ্যে রুপালি ব্যাংককে লাভজনক অবস্থায় আনার তাগিদ দেন তিনি। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন: 

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |