ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা হলেন এস কে সুর চৌধুরী

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮ , ০৬:৪২ পিএম


loading/img

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে উপদেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক বলছে, মঙ্গলবার বোর্ড সভায় এস কে সুর চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাব অনুমোদিত হয়।

তিনি কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার’ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সংস্কার নীতিমালা প্রণয়নে সহায়তা করবেন।

এছাড়া তিনি ব্যাংকিং খাতে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে এবং ভবিষ্যত ব্যাংক খাতে সংস্কার কৌশল প্রণয়নে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করবেন।

ডেপুটি গভর্নর হিসেবে এস কে সুর চৌধুরীর মেয়াদ আজ ৩১ জানুয়ারি বুধবার শেষ হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: মুদ্রানীতির ধাক্কায় কুপোকাত পুঁজিবাজার
--------------------------------------------------------

বিজ্ঞাপন

সুর চৌধুরী ১৯৮১ সালে সরাসরি প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের পর বিভিন্ন বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। আর্থিক খাতের নীতিমালা প্রণয়ন, তদারক ও আর্থিক স্থিতিশীলতা সংরক্ষণ,  বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা, আর্থিক অর্ন্তভুক্তি ও টেকসই অর্থায়নে রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ফাইন্যান্স ও একাউন্টিং এ এমবিএ করেন।

আরও পড়ুন:

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |