ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

‘মুছে গেলো’ ফারমার্স ব্যাংকের নাম

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৭ মার্চ ২০১৯ , ০৫:৩৩ পিএম


loading/img

অবশেষে ‘মুছে গেলো’ ব্যর্থতার ভারে ন্যুয়ে পড়া দেশের বেসরকারি ফারমার্স ব্যাংকের নাম। অতীতের গ্লানি ভুলে নতুন নাম ‘পদ্মা ব্যাংক’ হিসেবে গ্রাহকদের জন্য ‘নিরাপদ ব্যাংক’ গড়ার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করলো।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে লোগো উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু হয়েছে পদ্মার। যা এতোদিন ফারমার্স ব্যাংক নামে পরিচিত ছিল।

এসময় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।

বিজ্ঞাপন

আর বিশেষ অতিথি হিসেবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লা আল মাসুদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ফারমার্স ব্যাংক নামে ছয় বছর আগে যাত্রা শুরুর পর ধুঁকতে থাকলে বেসরকারি এই ব্যাংকটিকে পতনের হাত থেকে বাঁচাতে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক ও আইসিবি অংশীদার হয়ে পাশে দাঁড়ায়। এর ধারাবাহিকতায় নাম বদলে নতুন রূপে যাত্রা শুরু হলো তার।

এই ব্যাংকটির মূলধনের ৬৮ শতাংশ এখন জোগান দিচ্ছে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক এবং আইসিবি।

বিজ্ঞাপন

আরো পড়ুন:

এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |