• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে যেদিন থেকে
আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে বহুল প্রতীক্ষিত ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল সেকশনে ট্রেন সেবা চালু হবে বলে জানিয়েছেন পদ্মা রেল লিঙ্কের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আফজাল হোসেন বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার ব্যাপারে আমরা আশাবাদী। তিনি বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ২ ডিসেম্বর সকাল ৬টায় কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস একই দিন বেলা ১১টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাবে। প্রকল্প পরিচালক বলেন, ঢাকা থেকে বেনাপোল মোট যাত্রার সময় হবে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা। তিনি বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। তিনি আরও বলেন, সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক (জিআইবিআর) ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত লাইন সফলভাবে দুই দিনের পরিদর্শন শেষ করার পর এ অগ্রগতির কথা জানানো হয়।  বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রড-গেজ সিঙ্গেল-লাইন নির্মাণ করেছে, যা ব্যয়ের দিক থেকে রেলওয়ের জন্য সবচেয়ে বড় প্রকল্প এবং ব্যয়ের অর্ধেকেরও বেশি ঋণ সহায়তা হিসেবে চীন প্রদান করছে।  গত বছরের অক্টোবরে এই লাইনের ঢাকা-ভাঙ্গা সেকশন চালু হয় এবং এই সেকশনে পাঁচটি ট্রেন চলাচল করছে। সূত্র: বাসস। আরটিভি/এএএ/এআর
১৩ ঘণ্টা আগে

পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। তবে ওই মরদেহটি নারী নাকি পুরুষের তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।  শনিবার (১৬ নভেম্বর) উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার নিকটে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা লক্ষীকুন্ডা নৌপুলিশের এসআই সেকেন্দার আলী। স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় নদীতে ডুবিয়ে রাখা একটি নৌকার কাছে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পাবনা নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশ উদ্ধারের বিষয়ে পাবনা লক্ষীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সেকেন্দার আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত ও পঁচে যাওয়ায় প্রথমিকভাবে তার বয়স, মৃত্যু কারণ ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। এ দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, পদ্মা নদী থেকে মরদেহটি পাবনা নৌপুলিশে সদস্যরা উদ্ধার করেছে। আরটিভি/এমকে
১৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৯

পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহী নিহত হয়েছেন। আহত আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাত শোয়া ৯টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০) ও মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮)। এ ছাড়াও এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার নাওডোবা পদ্মা সেতু টোলপ্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরমান, খিদির ও নাবিল নামের তিন যুবক নিহত হয়। এ ছাড়াও গুরুতর আহত অবস্থায় সায়েম মাদবর নামের আরেক যুবককে ঢাকায় পাঠানো হয়েছে।  পুলিশ জানায়, মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুটিতে থাকা চার ব্যক্তিই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/একে
০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪০

পদ্মায় ইলিশ সংরক্ষণ অভিযান, পিস্তলসহ গ্রেপ্তার ৪
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুটি অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- জীবন্ত মুন্সী (২০), নাজির উদ্দিন শেখ (১৯), রশিদ সরদার (৫৫) ও খায়রুল মোল্লা (২৩) এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কাজ করছিল যৌথ বাহিনী। বিকেল সাড়ে ৪টার দিকে অন্তরের মোড় থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার দেবগ্রামের রাখালগাছি চরে যাওয়ার পথে দৌলতদিয়া লঞ্চঘাট বরাবর পদ্মার মাঝ নদীতে ওই ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় ট্রলারে থাকা ৪জনকে গ্রেপ্তার করা হয়।   তিনি আরও বলেন, পরে তাদের দেখানো তথ্যে কালো রঙের একটি স্কুল ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। আরটিভি/এমকে/এআর
২৬ অক্টোবর ২০২৪, ০০:০২

চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম ঘুরে দেখলেন উপদেষ্টা ফরিদা
চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে স্পিডবোট যোগে মাওয়াঘাট থেকে রওনা হয়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা অভায়াশ্রম এলাকা ঘুরে দেখেন তিনি। এরপর শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম’ সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, কোস্ট গার্ড স্টেশন কমান্ডার এম ফজলুল হক, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদসহ চাঁদপুরের মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কর্মকর্তারা। উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সফর নিয়ে স্থানীয় প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ/এআর
২২ অক্টোবর ২০২৪, ১৭:১৩

পদ্মা সেতু প্রজেক্ট থেকে ১৫-২০ হাজার কোটি টাকা চুরি, দাবি সারজিসের
পদ্মা সেতু প্রজেক্ট থেকে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ফ্যাসিস্টের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে। আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে ২৪ স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে। সমন্বয়ক দাবি করেন যারা ভাগ নিচ্ছে, তাদের প্রতিহত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের দালালরা ব্যাংকগুলোতে বসে আছে, তাদের যেকোনো মূল্যে সরাতে হবে। আরটিভি/এমএ
০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

বাড়ছে পদ্মার পানি, শঙ্কায় কৃষক
পাবনার ঈশ্বরদীতে গত সাত দিনের ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে ১ দশমিক ৫০ মিটার। গত ১৭ সেপ্টেম্বর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় ১০ দশমিক ৮৮ মিটার। এদিকে হঠাৎ পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পদ্মার চরাঞ্চলের ফসলের জমি তলিয়ে যাচ্ছে। এতে চরের কৃষকরা শঙ্কায় রয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পানির উচ্চতা দাঁড়ায় ১২ দশমিক ৩৮ মিটার। হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার (১৩ দশমিক ৮০ মিটার) কাছাকাছি রয়েছে।  পাবনা পানি উন্নয়ন বোর্ডের রিডার হারিফুন নাঈম ইবনে সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার সাঁড়া ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পদ্মার চরাঞ্চল তলিয়ে গেছে। বিশেষ করে সাঁড়ার মোল্লারচর, বিলবামনির ৩২৫ হেক্টর জমি তলিয়ে গেছে। এখানকার ২২৫ বিঘা জমিতে আখের জমিতে পানি উঠেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব আখ পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। পাবনা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, হঠাৎ করেই পদ্মার পানি বাড়ছে। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। এখানে বর্তমানে পানির উচ্চতা ১২ দশমিক ৩৮ মিটার। পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। দুই-এক দিনের মধ্যে কমতে শুরু করবে। আরটিভি/এএএ/এসএ
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৩

‘টুস’ করে ফেলে দেওয়া ও ‘চুবানোর’ হুমকি, শেখ হাসিনার নামে মামলা
পদ্মা সেতু থেকে ‘টুস’ করে ফেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নদীতে চুবিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।   রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল।    বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একমাত্র আসামি করে মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।   মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত’। একইসঙ্গে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের চেষ্টায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর ওপর তোলা উচিত বলে মন্তব্য করেন। এসব মন্তব্যের মাধ্যমে বিষোদগার করে বেগম খালেদা জিয়া ও দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. ইউনূসকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি করেছিলেন। তিনি বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে এবং হত্যার ষড়যন্ত্র করে, হত্যার জন্য প্ররোচনা দিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন তথা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের সন্ত্রাসীদের প্ররোচিত করেছিলেন।   এ বিষয়ে মামলার বাদী নগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষোদগার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আরটিভি/এমকে/এআর
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩০

জলবায়ু ট্রাস্টের ৮৭৩ কোটি টাকা পদ্মা ব্যাংকে, অন্য ব্যাংক থেকেও অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার
দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সরকারি সংস্থার স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার পরও পাওনা পরিশোধ করছে না। তাই আমানতের এসব টাকা আদায়ে সুনির্দিষ্ট পথনকশা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা করে টাকা আদায়ে অগ্রাধিকার ভিত্তিতে এই পথনকশা তৈরি করবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের তথ্য তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েও বৈঠকের সিদ্ধান্ত জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যয় নির্বাহের জন্য ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত অর্থ বিভাগ থেকে ১০৫ কোটি টাকা এবং এই ফান্ডে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৩ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) বিভিন্ন শাখায় ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে এক বছর মেয়াদে স্থায়ী আমানত হিসেবে ৫৯৭ কোটি ৬২ লাখ টাকার বেশি রাখা হয়। গত ফেব্রুয়ারি পর্যন্ত সুদহারে আসলসহ ব্যাংকের কাছে পাওনা ৮৭৩ কোটি ৮১ লাখ টাকার বেশি। স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংক টাকা নগদায়ন করছে না। এমনকি ট্রাস্টের অনুমোদন ছাড়া স্বপ্রণোদিতভাবে নবায়ন করে যাচ্ছে। কিন্তু আমানতগুলো ২০৩৮ সালে পরিশোধ করা হবে বলে পদ্মা ব্যাংক অর্থ পরিশোধের পরিকল্পনা জমা দেয়। ২০২২ সালে এই পরিকল্পনা জমার পর ২০২৩ সালে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ২০৩০ সালের মধ্যে পরিশোধের পরিকল্পনা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু গত জানুয়ারিতে পদ্মা ব্যাংক ৬ শতাংশ সুদহারে ৭৬০ কোটির বেশি টাকা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই আট বছর মেয়াদি ব্যাংকের প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করে। এ অবস্থায় উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, জলবায়ু ট্রাস্ট ফান্ডের স্থায়ী আমানত পাওনা পরিশোধ না করায় উদ্ভূত সমস্যাসহ অন্যান্য সরকারি সংস্থার একই জাতীয় সমস্যা সমাধানে পথনকশা প্রণয়ন করা হবে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এসব টাকা কী বিবেচনায়, কে, কেন রেখেছিলেন, সেটা তদন্ত করে দেখবে প্রতিটি মন্ত্রণালয়। এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফিরিয়ে আনার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। গণহত্যার যে অভিযোগ আছে, সেটির বিচারের স্বার্থে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসেবে বিচারের প্রক্রিয়ায় তার থাকতে হবে। কারণ, এখানে দায়দায়িত্বের একটা ব্যাপার আছে। সেই প্রত্যর্পণ কোন প্রক্রিয়ায় হবে, দুই দেশের মধ্যে কীভাবে কথা হবে, সে প্রক্রিয়া পরের ব্যাপার। যখন আইনি প্রক্রিয়া শুরু হবে, তখন এগুলো দেখা হবে। আরটিভি / এএ 
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:১৯

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ২জনের মরদেহ উদ্ধার
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নদীর চরখানপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা। উদ্ধারকৃতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮)। তারা দুজনাই একই এলাকার বাসিন্দা। নিখোঁজ সবুজের বোনের স্বামী মেজারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনার পর থেকে নদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছি। সকালে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে চলে গেছে। তারা পায়নি।  তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে রাজু ও মোহাম্মদ আলীর মরদেহ ভেসে ওঠে। পরে আমরা তাদের মরদেহ বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের অপারেটর আবদুর রাকিব বলেন, দুই জনের মরদেহ উদ্ধারের কথা শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।
০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়