• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ইয়ামাহা এমটি ফিফটিন এর প্রথম ডেলিভারি সেলিব্রেশন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুলাই ২০১৯, ১৩:১৭
এসিআই মটরস্
ইয়ামা বাইক

এসিআই মটরস্ স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেড এর সাবসিডিয়ারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে ইয়ামাহার একমাত্র টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। বর্তমানে দেশব্যাপী রয়েছে শক্তিশালী ডিলার ও সার্ভিস নেটওয়ার্ক।

এসিআই মটরস্ বাজারে নিয়ে এসেছে ইয়ামাহা’র নতুন মডেলের নেকেড বাইক এমটি ফিফটিন যা মাষ্টার অফ টর্ক নামে পরিচিত। ১৫৫ সিসির এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি’এর ইঞ্জিন যা এমটি ফিফটিন বাইকটিকে করে তুলেছে আরও পাওয়ারফুল। এর নেকেড লুক, সিঙ্গেল কার্ভড সিট, আপরাইট সিটিং পজিশন এবং পাওয়ারফুল টর্ক এসেই সাড়া ফেলেছে তরুন বাইকারদের মধ্যে।

এছাড়াও এর হেডলাইট এর বোল্ড এবং রোবোটিক লুক এই বাইকটিকে করে তুলেছে আরও স্টাইলিশ। এসিআই মটরস্ বর্তমানে এমটি ফিফটিন এর দুটি কালারই বাজারজাত করছে, ডার্ক ম্যাট ব্লু এবং মেটালিক ব্ল্যাক।

গত ১৩ জুলাই ২০১৯ এসিআই মটরস এর অন্যতম থ্রিএস ডিলার পয়েন্ট- ‘ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর’ এবং ফ্ল্যাগশিপ সেন্টার ‘ইয়ামাহা থ্রিএস সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এমটি ফিফটিন এর ডেলিভারি সেলিব্রেট করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব শামিম আহমেদ, জেনারেল ম্যানেজার (সেলস), এসিআই মটরস্ এবং এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে এসিআই
অভিজ্ঞতা ছাড়াই পার্ট টাইম চাকরি দেবে এসিআই, নেবে একাধিক
ইয়ামাহা ৫৬০ সিসির ম্যাক্সি স্কুটার আনল