• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইয়ামাহা ৫৬০ সিসির ম্যাক্সি স্কুটার আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ মার্চ ২০২৪, ১৫:৪৬
ইয়ামাহা
ছবি : সংগৃহীত

জাপানের বিখ্যাত টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা ৫৬০ সিসির স্কুটার আনল। মডেল ইয়ামাহা টিম্যাক্স ৫৬০, এটি একটি ম্যাক্সি স্কুটার। অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মতো ক্ষমতা রয়েছে এতে। জাপানে এই স্কুটারের বেশ নামডাক রয়েছে।

ইউরোপ, অস্ট্রেলিয়াতে বিক্রি হয় ইয়ামাহার দারুণ ম্যাক্সি ডিজাইনের স্কুটার টি ম্যাক্স ৫৬০। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে এই স্কুটারের ২০২৪ এডিশন। রূপে-গুণে চমকপ্রদ এই টু হুইলার নতুন অবতারে লঞ্চ হয়েছে বাজারে। নতুন টিএফটি কালার ডিসপ্লে যোগ করেছে ইয়ামাহা। এ ছাড়াও আরও অনেক ফিচার্স পাওয়া যাবে এই ম্যাক্সি স্কুটারে।

ট্র্যাকশন কন্ট্রোল, ফুল কালার টিএফটি ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, কি-লেস ইগনিশন, নেভিগেশন সিস্টেমসহ একাধিক সুবিধা রয়েছে স্কুটিতে। যে কারণে এটি হয়ে উঠেছে একদম পারফেক্ট অ্যাডভেঞ্চার স্কুটার। পাহাড় হোক জঙ্গল দাপিয়ে বেড়াবে অনায়াসে। কারণ শুধু স্মার্ট ফিচার্স নয়, রয়েছে শক্তিশালী ইঞ্জিন।

৫৬০ সিসি টুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে এই স্কুটারে। যা সর্বোচ্চ ৪৭ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। ডিস্ক ব্রেক ও অ্যান্টি লক ব্রেকিংও পাবেন যা চালকের নিরাপত্তা নিশ্চিত করবে। হাইওয়ে দিয়ে চালানোর সময় দারুণ পারফরম্যান্স দিতে সক্ষম এই স্কুটার। বেশ আরামদায়কও।

প্রচুর আন্ডার সিট স্টোরেজ পাবেন। যেখানে অ্যাডভেঞ্চারের জিনিসপত্র বহন করতে পারবেন। পিলিওন রাইডারের ক্ষেত্রে বেশ আরামদায়ক সিট রয়েছে বলে দাবি ইয়ামাহার। এই ধরনের ম্যাক্সি স্কুটার আজকের যুগে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোতে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিজ্ঞতা ছাড়াই পার্ট টাইম চাকরি দেবে এসিআই, নেবে একাধিক