• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল দিতে হবে ৩০ জুনের মধ্যেই: প্রতিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুন ২০২০, ১৪:৩২
The arrears of gas and electricity bills have to be paid by June 30: State Minister
বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (ফাইল ছবি)

বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, করোনা সংক্রমণ রোধে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করা হয়েছিল। তবে ৩০ জুনের মধ্যে এসব বকেয়া বিল না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১০ জুন) বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনা পরিস্থিতির কারণে বিলম্ব ফি মওকুফের সময় আর বাড়ানো হবে কিনা-এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা আর মোটেও বাড়বে না। কারণ আমরা মনে করি, এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছি। এটা বাড়ালে আবার আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং, এ সময় সবার পার্টিসিপেট (অংশগ্রহণ) দরকার।’

তিন মাসের বিল একসঙ্গে দেয়াটা অনেকের ক্ষেত্রে সমস্যা হবে-এমন প্রশ্নে নসরুল হামিদ বলেন, ‘অবশ্যই বার্ডেন হবে। তবে এজন্য আমরা আগেই বলেছিলাম প্রস্তুত থাকতে। গ্রাহকদের প্রতি মাসের বিল দেয়া হয়েছে। তবে আমরা বলেছিলাম পরের মাসে বিল দিলেও সার্চ চার্জ লাগবে না। কিন্তু আগামী ৩০ জুনের মধ্যে বিল পরিশোধ করতে হবে। এরপর একদিন পার হলেই সার্চ চার্জ দেয়া লাগবে।’

অতিরিক্ত বিলের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিতরণ কোম্পানিগুলো এটা সমন্বয় না করলে আমার বরাবর আবেদন করলেই হবে। আমি সব কোম্পানিকেই এগুলো সমন্বয় করতে বলেছি। গ্রাহক যাতে সন্তুষ্ট হয় সেভাবেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।’
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিদ্যুৎ ও জ্বালানি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রতিমন্ত্রী জাকির ও চুমকির বিরুদ্ধে দুদকের মামলা
কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রীকে ঢামেকে ভর্তি
সাবেক প্রতিমন্ত্রী শরিফ আহমেদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা