ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

যে কারণে ঢাবির দুই শিক্ষক চাকরি হারালেন

আরটিভি নিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২০ , ০৮:৪০ পিএম


loading/img
ঢাকা বিশ্ববিদ্যালয়

দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের প্রভাষক নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন

আজ রোববার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেটে উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাবিতে চাকরি করা অবস্থায় অনুমোদন ছাড়াই বিদেশে চলে যান প্রভাষক নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম। দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেট।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত থাকা কয়েকজন সিন্ডিকেট সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদানে এই দুজনকে ঢাবির প্রশাসন কয়েক দফায় চিঠি পাঠায়। কিন্তু তারা চাকরিতে যোগদান করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |