করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্কুল খোলার সিদ্ধান্ত নেয়া হলেও আপাতত শিক্ষার্থীদের অ্যাসেম্বলি করানো হবে না।
রোববার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
শিক্ষামন্ত্রী বলেন, আজকের বৈঠক থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারি ও অভিভাবকদের স্বাস্থবিধি মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, স্কুল খোলা হলেও করোনার কারণে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি বন্ধ থাকবে। কিন্তু শিক্ষকদের তত্ত্বাবধনে স্বল্প পরিসরে খেলাধুলা করা যেতে পারে।
উল্লেখ, দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
এফএ