ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সেপটিক ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, টাঙ্গাইল

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ , ০৪:৩৬ পিএম


loading/img

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, অনিল কুমার দাস (৬৮) ও কল্পনা রানি দাস(৬০)। অনিল স্থানীয় বাছিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

বিজ্ঞাপন

বাড়িতে শুধু অনিল ও তার স্ত্রী থাকতেন। তাদের একমাত্র ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী। বুধবার রাত ৯টার দিকেও প্রতিবেশীরা অনিল ও কল্পনার কথাবার্তা শুনেছেন।

বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে দুধ বিক্রি করতে গিয়ে দুধবিক্রেতা দেখেন দরজা-জানালা খোলা। কারো কোনো সাড়া-শব্দ নেই। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। স্থানীয় ইউনিয়ন পরিষদ-ইউপি চেয়ারম্যান রাজকুমার সরকার বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন।

অনিলের প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি নাজমুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়। একপর্যায়ে সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর মরদেহ পাওয়া যায়। মরদেহ দু’টির গলায় রশি দিয়ে ইট বাঁধা ছিল। মরদেহ দু’টি মর্গে পাঠানোর হয়েছে।

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |