ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জন্মদিনে ছবি তুলতে গিয়ে ছাত্রলীগ কর্মীর হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
সোমবার (৩১ অক্টোবর) রাতে ঢাবির টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রী অভিযোগ করে বলেন, পেশাদার আলোকচিত্রী ও কজন বন্ধু নিয়ে রাজু ভাস্কর্যের সামনে ছবি তুলছিলেন তিনি। ওই সময় মোটরসাইকেলে করে ছাত্রলীগ কর্মী জিম নাজমুল ও মেহেদি আসেন। বহিরাগত বলে জেরা করেন এবং ছাত্রীর মোবাইল ফোন কেড়ে নেন।
ওই ছাত্রী আরও বলেন, জেরা করার সময় জিম ও মেহেদি আমার সঙ্গে অশালীন আচরণ ও হেনস্তা করেন। একপর্যায়ে জিম শারীরিকভাবে আঘাত করেন।
অভিযোগের বিষয়ে জিম বলেন, এত রাতে তারা ক্যাম্পাসে কী করে জানতে চাইলে ওই ছাত্রী আমাকে থাপ্পড় মারে। আমিও তাকে থাপ্পড় মেরেছি।
ওই রাতেই ঘটনাস্থলে যাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক সদস্য গণমাধ্যমকে বলেন, বিষয়টি প্রক্টরকে জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ পাননি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।