ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

৯ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে জবি

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ , ১১:৪৮ পিএম


loading/img
ফাইল ছবি

বড়দিন ও শীতকালীন ছুটি উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ মোট ৯ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ২২ ডিসেম্বর ছুটি শুরু হয়ে আগামী ৩০ ডিসেম্বর ছুটি শেষ হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, সকল ইন্সটিটিউট, বিভাগ, প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ২৪ ডিসেম্বর রোববার থেকে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল ইন্সটিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা চালু থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |