ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মোটরসাইকেলে মাওয়া যাওয়ার পথে প্রাণ গেল জবি শিক্ষার্থীর

আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ , ০৫:৪৫ পিএম


loading/img
ফাইল ছবি

মোটরসাইকেলে করে মাওয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অভিজিৎ হালদার অভি নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্যা হালদার অন্তু নামে আরেক শিক্ষার্থী আহত হন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে মুন্সীগঞ্জের  শ্রীনগরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভিজিৎ হালদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর আহত অনন্যা হালদার অন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে দুর্ঘটনা ঘটে। এতে অভি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আর অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার সেখানেই চিকিৎসা চলছে। আর অভির মরদেহ হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে আমাদের কাছে হস্তান্তর করেছে।

এদিকে অভির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |