জাবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

আরটিভি নিউজ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ০১:২২ এএম


জাবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুলকে পুলিশে সোপর্দ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিমুল ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামসহ কয়েকজন তাকে দেখতে পেয়ে পরিচয় জানতে চান। প্রথমে শিমুল নিজের পরিচয় গোপন করলেও পরে স্বীকার করেন যে তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম উপস্থিত হলে শিমুলকে নতুন কলাভবনের ফটকের কাছে আটকে রাখা হয়। এক পর্যায়ে আশুলিয়া থানা পুলিশ এসে তাদের দুজনকে থানায় নিয়ে যায়। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, গত সরকারের ছাত্রসংগঠনের একজন কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে এসেছিলেন। গণঅভ্যুত্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে প্রক্টরিয়াল টিমকে অবহিত করেন। প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার নিরাপত্তার জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করেছে। আমরা আশা করব, যদি তার বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেবেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission