রাবির ১১ শিক্ষককে দুদকে তলব

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:১০ পিএম


রাবির ১১ শিক্ষককে দুদকে তলব
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১ জন শিক্ষককে দুদকে তলব করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

তলবের নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন—প্রভাষক এ টি এম সাহেদ পারভেজ, প্রভাষক সানজানা সোবহান, অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রভাষক সাজু সরদার, মো. জুলহাস হোসেন, নূর নুসরাত সুলতানা, মো. সালাউদ্দিন, শিবলী ইসলাম, অধ্যাপক গাজী তৌহিদুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাবির সাবেক উপাচার্য মো. আব্দুস সোবহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার কার্যকালীন সময়ে (২০১৭ এর মে হতে ২০২১ ৬ মে পর্যন্ত) বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন সদস্য এবং উপপরিচালক মো. সাইদুজ্জামান দলনেতা হিসেবে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত ব্যক্তিদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, উক্ত কর্মকর্তাগণকে বর্ণিত তারিখ ও সময়ে (অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রসহ, যদি থাকে) সহকারী পরিচালক খোরশেদ আলমের নিকট দুদকের প্রধান কার্যালয়ে জরুরী ভিত্তিতে বক্তব্য প্রদানের প্রয়োজনীয় নির্দেশ বা, ব্যবস্থা গ্রহণের এবং তাদের স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সবিনয় অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission