এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার কেন্দ্র পরিদর্শনে যাবেন কি না বা কোন কেন্দ্রে যাবেন, তা আগেভাগে জানাননি। তবে তিনি আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শিক্ষা উপদেষ্টা এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন কি না, এমন কিছু আমাদের নিশ্চিত করেননি। তবে যাবেন না এমনটিও বলেননি।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, উপদেষ্টা কেন্দ্র পরিদর্শনে যাবেন, এমন কোনো কথা আমাদের জানাননি।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শিক্ষা উপদেষ্টা এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মকর্তাদের। তবে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রে যাবেন, তা তিনি জানাননি।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা হাতে নিয়েছে সরকার।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী—প্রথমদিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের অধীন কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হবে। সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের তিন হাজার ৭৪৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ শিক্ষার্থী।
গত বছর অর্থাৎ, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ৯৫ হাজার ৯১১ জন।
আরটিভি/এমএ/এআর