ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সক্রিয় ছিল রাবিতে পাওয়া মর্টার শেল

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ০৫:৪৭ পিএম


loading/img
সক্রিয় ছিল রাবিতে পাওয়া মর্টার শেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বধ্যভূমির পাশে মুক্তিযুদ্ধকালীন সময়ের পাওয়া মর্টার শেলটি সক্রিয় ছিল। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বিস্ফোরণ ঘটিয়ে শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। 

বিজ্ঞাপন

মঙ্গলবার কৃষি প্রকল্পের খননকৃত পুকুর থেকে মাটি তুলতে গিয়ে পাওয়া মর্টার শেলটি র‌্যাবের সদস্যরা পরীক্ষার পর স্থানটি ঘিরে রাখে। আজ দুপুরে বগুড়া সেনানিবাস থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে এসে নিরাপদ দূরত্বে নিয়ে শেলটির বিস্ফোরণ ঘটায়। এসময় প্রচণ্ড শব্দে চারপাশ কম্পিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান জানান, মুক্তিযুদ্ধের সময়কালের এই ধরনের আরও মর্টার শেল এ স্থানটিতে থাকতে পারে। তারা বোমা নিষ্ক্রিয়কারী দলটিকে অনুরোধ জানাবেন স্থানটি পরীক্ষা করে দেখার জন্য। শহীদ ড. শামসুজ্জোহা হলের পাশে সম্প্রতি ১০ বিঘা আয়তনের একটি পুকুর খননের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে যুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর ক্যাম্প থাকায় এমন মারণাস্ত্র বের হতে পারে বলে ধারণা করছেন তিনি।

বিজ্ঞাপন

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |