রাবি নেত্রকোনা জেলা সমিতির নেতৃত্বে আল আমিন ও সৌরভ

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০৯ পিএম


রাবি নেত্রকোনা জেলা সমিতির নেতৃত্বে আল আমিন ও সৌরভ 
আল আমিন ও সৌরভ: ছবি: আরটিভি

রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে (রাবি) নেত্রকোনা জেলা সমিতির ২০২৪-২৫ নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন আকন্দকে সভাপতি ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ছালেকুজ্জামান খান এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি, মো. জুবায়েদ হোসেন, তুহিনুজ্জামান সিয়াম, মনির হোসেন মাহিন, শাহরিয়ার খান শান্ত ও শেখ আরিয়ান রনি। সহ-সভাপতি, মো. হৃদয় হোসেন, মো. মাসুদ রানা, তাহাসমিন হাসি, রুবি আক্তার, ঋর্ণা আক্তার ও শেখ রাসেল, জাহিদুল হাসান তুহিন, ইব্রাহিম খলিল, তাজিন তমা, মেহেদী হাসান সানা ও মো. বায়েজিদ।

বিজ্ঞাপন

যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. মনিমুল হক, মেহেদী হাসান হিরন, ফারুখ হোসেন, মামুন খান ও শামিম রেজা। সাংগঠনিক সম্পাদক, মো. ইয়াছিন, মো. হৃদয় হাসান, রিয়া জামান। সহ-সাংগঠনিক সম্পাদক, সাদিয়া আফরিন মুন, আয়েশা সিদ্দিকা, রাজেশ সরকার, মো. মিলন, কাকন আহমেদ, তামান্না হাবিবা তিন্নিন, জিসু দাস কাব্য, ইমরুল কায়েশ তারেক, সোহান তালুকদার ও মো: আকরাম খান।

কোষাধ্যক্ষ নাহিদ হাসান, প্রচার সম্পাদক তারিফুল ইসলাম মুহতাদী, উপ-প্রচার সম্পাদক তারিন বিনতে মতিন দপ্তর সম্পাদক মো. মাহিম চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা ও সুরমিন আক্তার।

আইন-বিষয়ক সম্পাদক মীর মাসুম পারভেজ, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রাবণী আক্তার লিজা, ধর্ম বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম রিসাত, ক্রীড়া বিষয়ক মহসিন আহমেদ সূচক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক জয় ভৌমিক, জুলাই স্মৃতি বিষয়ক সম্পাদক আশা আক্তার, আন্তঃ বিশ্ববিদ্যালয় সংযোগ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমেদ হিরা, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবরিনা আফরিন অনু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল মো. আরিফ।

বিজ্ঞাপন

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের রাবিতে অধ্যায়নরত নেত্রকোনা জেলার সকল শিক্ষার্থীরা। 

কমিটির উপদেষ্টা হলেন- ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ছালেকুজ্জান খান সোহেল।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission