ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

পরীক্ষার ফি কমানোর দাবিতে বার কাউন্সিলে স্মারকলিপি প্রদান 

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৫:৪৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের কার্যালয়ে উপস্থিত হয়ে দেশের সকল আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষ থেকে বার কাউন্সিলের সচিব বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিতে বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করে নতুন করে সার্কুলার দেওয়ারও দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এ ছাড়াও স্মারকলিপিতে বর্তমান সার্কুলারে বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষার ফি ৪ হাজার ২০ টাকাকে অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক বলে দাবি করেন শিক্ষার্থীরা। 

তাছাড়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি কমিয়ে নতুন সার্কুলার প্রদান করা তাদের যৌক্তিক দবি মেনে নেওয়া না হলে সরাদেশের আইনের শিক্ষার্থী এবং শিক্ষানবিশ আইনজীবীরা এই সার্কুলার প্রত্যাখ্যান করবে এবং আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা থেকে বিরত থাকবে। এর পাশাপাশি সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |