জুলাই আন্দোলনে হামলায় জড়িত ৯ জাবি শিক্ষক বরখাস্ত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ০৫:০৪ এএম


জুলাই আন্দোলনে হামলায় জড়িত ৯ জাবি শিক্ষক বরখাস্ত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে ৯ শিক্ষককে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট। 

বিজ্ঞাপন

এ ছাড়া, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের কয়েকজন সদস্যের নামে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল এবং শেখ হাসিনা হলের নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে।  

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে সহ-উপাচার্য (প্রশাসন) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক সোহেল আহমেদ এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের মধ্যে সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সহযোগী অধ্যাপক ফিরোজ-উল-হাসান, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ইস্রাফিল আহমেদের নাম নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, প্রাথমিক তদন্তে আরও ১০ জন শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য-প্রমাণ সংগ্রহ করতে অনুষদভিত্তিক ছয়টি স্ট্রাকচারাল কমিটি করা হয়েছে।

এ ছাড়া, সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়েছে।  

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission