ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

৩ দফা দাবিতে কাথা-বালিশসহ জবি শিক্ষার্থীর অবস্থান

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০১:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দ্বিতীয় ক্যাম্পাস, আবাসন ভাতা এবং হল নির্মাণের কাজ শুরুর তিন দাবিতে কাথা-বালিশ নিয়ে একক অবস্থান কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। শিক্ষার্থীর নাম শের আলী। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেন জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ ছাড়াও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও তার কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বলে জানা যায়।

সাধারণ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে আবাসন সংকট প্রকট আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও আবাসনের ব্যবস্থা আছে মাত্র কয়েকশ নারী শিক্ষার্থীর জন্য। এর ফলে বেশিরভাগ শিক্ষার্থীকে ব্যয়বহুল ও অনিরাপদ মেসে বাস করতে হচ্ছে।

বিজ্ঞাপন

2211444

তাদের দাবি— দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ আগামী সপ্তাহের মধ্যেই শুরু করতে হবে, ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা দিতে হবে এবং আগামী অর্থবছরে বাজেটের পরিমাণ বৃদ্ধি করতে হবে, অতি দ্রুত অস্থায়ী দুটি আবাসিক হল বাণী ভবন ও হাবিবুর রহমান হল নির্মাণ।

দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কষ্ট বোঝে না। একদিকে ভিসির দোতালা ভবনে লিফট বসানো হচ্ছে আর অন্যদিকে আমরা রাস্তায় কাথা-বালিশ নিয়ে ঘুমাচ্ছি। এটা খুবই লজ্জাজনক।

বিজ্ঞাপন

Screenshot_2

শিক্ষার্থীদের অভিযোগ, একাধিকবার স্মারকলিপি দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ফলে তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |