ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কি গরুর হাট বসানো হয়েছে?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ০৭:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গরুর হাট বসেছে- এমন দাবিতে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

বিজ্ঞাপন

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, শাবিপ্রবিতে গরুর হাট বসার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গরুর হাট বসার কোনো তথ্য পাওয়া যায়নি। পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার একাধিক লক্ষণ রয়েছে। ছবিতে শাবিপ্রবির ‘চেতনা ৭১’ ভাস্কর্য দেখা গেলেও, এটি মূল ভাস্কর্যের সঙ্গে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ নয়। গঠনগত দিক থেকেও এতে একাধিক অসঙ্গতি পরিলক্ষিত হয়।

বিজ্ঞাপন

1-60-696x392

ছবির অন্যান্য অংশেও কিছু ত্রুটি রয়েছে। গরুগুলোর মধ্যে কয়েকটির মাথা অস্পষ্ট বা অসম্পূর্ণ, কোনো কোনো গরুর পা ঝাপসা, আবার দুইটি গরুর মাথা একসঙ্গে লেগে আছে। ছবিতে থাকা মানুষদের হাত-পাও স্পষ্ট নয়। পুরো ছবির টেক্সচারও কৃত্রিম ও অস্বাভাবিক, যা সাধারণত এআই-তে তৈরি ছবিতে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে আলোচিত ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিকপি এআইয়ে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ।

বিজ্ঞাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নুর আলম বলেন, বিষয়টি গুজব। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সুশান্ত দাশ গুপ্ত এটা ছড়িয়েছে। তবে পুরো ক্যাম্পাসেই এইরকম কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সুতরাং, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ছবিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গরুর হাট বসার বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |