• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

বরগুনায় শেষ দিনে জমে উঠেছে গরুর হাট

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২৪, ১২:২৫
গরুর হাট
ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত উপকূলীয় জেলা বরগুনায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে যেন তিল ধারণের জায়গা নেই। পছন্দের পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন ক্রেতারা। হাটে বিপুলসংখ্যক পশুর উপস্থিতিও দেখা গেছে। এর বেশির ভাগই স্থানীয়ভাবে বাড়িতে লালন-পালন করা দেশি গরু আর এসব গরুর চাহিদাই সবচেয়ে বেশি।

জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, এ বছর বরগুনায় কোরবানির জন্য ৩৮ হাজার ৯৫টি গরু প্রস্তুত করা হয়েছে।

স্থানীয়ভাবে লালন-পালন করা এসব দেশি গরুর চাহিদা ভালো থাকায় সন্তোষজনক দামেই বিক্রি করতে পারছেন স্থানীয় খামারিরা। অনেক সময় বাড়িতে থেকেই তাদের গরু বিক্রি হয়ে যাচ্ছে।

অন্যদিকে বাজারে প্রচুর গরুর উপস্থিতি থাকায় ক্রেতারা যাচাই-বাছাই করে পছন্দের পশুটি কিনতে পারছেন। আর দামও থাকছে হাতের নাগালে। এতে খুশি ক্রেতারাও।

জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, এ বছর বরগুনা জেলার ৬টি উপজেলায় মোট ৪৯টি পশুরহাটে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে। আর এসব হাটের পরিবেশ সুষ্ঠু রাখতে জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা প্রশাসন, পুলিশ ও আনসার সার্বক্ষণিক নজরদারি ও তৎপরতা চালাচ্ছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় মাদকসহ কারবারি আটক
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
বরগুনা জেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে