ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ইভিএম নিয়ে যে তথ্য দিলেন নির্বাচন কমিশনার

আরটিভি নিউজ

সোমবার, ০৩ অক্টোবর ২০২২ , ০১:৫২ পিএম


loading/img
নির্বাচন কমিশনার মো. আলমগীর

ইভিএমে ভোটারের আঙুলের ছাপ না মিললে, তার পরিচিতি শনাক্ত করে প্রিসাইডিং অফিসার এক শতাংশ ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দিতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, এই সংশোধনী আরপিওতে যুক্ত করতে আইন মন্ত্রণালয়ে শিগগিরই পাঠানো হবে।

বিজ্ঞাপন

সোমবার (৩ অক্টোবর) নির্বচন কমিশন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তিনি বলেছিলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে ১০ আঙুলের ছাপ নিলে ভোটার শনাক্তের সমস্যা দূর হয়ে যাবে। এ জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশের সব ভোটারের দুই হাতের ১০ আঙুলের ছাপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

মো. আলমগীর আরও বলেছিলেন, ১০ আঙুলের ছাপ নিলে যদি একটা আঙুলও মিলে যায়, তারপরও একজন ভোটার ভোট দিতে পারবে। এখন চার আঙুলের ছাপ থাকায় অনেকেরই তা মেলে না। তখন প্রিসাইডিং কর্মকর্তা তার আঙুলের ছাপ দিয়ে সংশ্লিষ্টকে ভোট দেওয়ার সুযোগ করে দেন। এ নিয়ে নানা সমালোচনা হচ্ছে, যে কারচুপির সুযোগ থেকে যায়। ওভাররাইট করা যায়। তাই ১০ আঙুলের ছাপ নেওয়া হবে। একই সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তার ওই ক্ষমতার বিষয়টি আরও স্পষ্ট করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |