স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের দিন (১ ফেব্রুয়ারি) মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, ট্রাক ও ইজিবাইক চলাচল বন্ধ থাকবে। তবে ঢাকা মহানগরে সীমিত আকারে গণপরিবহন চলবে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
এ সময় তিনি জানান, নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র পরিবহন ও প্রদর্শন করা যাবে না। এছাড়াও ভোটের দিন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম প্রস্তুত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, তারা নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে। আর ভোটের দিন পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার ও র্যাব প্রস্তুত থাকবে।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এজে/পি