ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সাংবাদিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইজিপির কঠোর নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০ , ০২:৪৪ পিএম


loading/img
বক্তব্য দিচ্ছেন ড. জাবেদ পাটোয়ারী।

রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের আহত হওয়ায় ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ড. জাবেদ পাটোয়ারী বলেন, হামলার ঘটনা আমি এখনও জানি না। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের বিষয়টি তদন্তের নির্দেশ দিচ্ছি। এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেয়া হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, তবে এমন চিত্র চোখে পড়েনি। ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক।

এসময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।

জিএ/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |