ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

‘লাঙলে বাটন টিপলেও কনফর্মেশন আসছে না’

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০ , ০৩:৩৪ পিএম


loading/img
জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন। ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন অভিযোগ করেছেন, ‘আমার অনেক ভোটার বলেছেন, তারা লাঙলে বাটন টিপলেও কনফর্মেশন আসছে না। এ কারণে অনেকেই ভোট দিতে পারেননি।

বিজ্ঞাপন

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভোট প্রদান শেষে তিনি এসব অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, ফিঙার প্রিন্ট না মেলার কারণে আমার অনেক ভোটার ভোট না দিয়েই ফিরে গেছেন। এছাড়াও জামিলা খাতুন স্কুলে লাঙলের ভোটারদের বাধা দেয়া হয়েছে। তারা ভোট দিতে পারেননি। এ ধরনের বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলে অভিযোগ পাচ্ছি। তারপরও আমি আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বিজ্ঞাপন

তবে, তিনি ভোটের সার্বিক পরিবেশ নিয়ে বলেন, ‘ভোট দেয়ার সিস্টেম অনেক ভালো, সহজেই ভোট দিলাম। সময় যত গড়াচ্ছে ভোটার তত বাড়ছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত যা দেখলাম নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো আছে।’

তিনি আরও বলেন, আরও কিছু সময় গেলে হয়তো বিস্তারিত বলতে পারব। আশা করছি, শেষ পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |