ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশ ছাড়ছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় গান দুটি সমান তালেই চলে তার। তবে অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই ঢালিউডের এই নায়িকার।

বিজ্ঞাপন

এদিকে, অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী এই গ্ল্যামার গার্ল। ক্যারিয়ারের ব্যস্ত সময়েই ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করেছেন তিনি। পেয়েছেন সেকেন্ড ক্লাস। এ পর্যন্তই শেষ নয়। তিনি আরও পড়াশুনা করতে চান। তাইতো চলতি বছর ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে পড়াশুনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন এ নায়িকা।

1734940047_1

বিজ্ঞাপন

নুসরাত ফারিয়া বলেন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার বার অ্যাট ল পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।

1734940033_1

অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।

বিজ্ঞাপন
Advertisement

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমায় কাজ শুরু করেছেন ফারিয়া। ‘জ্বীন টু’র মতো ‘জ্বীন থ্রি’ও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। এ ছবিতে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

1734940102_1

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। একে একে বিগ বাজেটের বাদশা দ্য ডন, হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, ধ্যাত তেরি কি, ইন্সপেক্টর নটি কে, বস টু, শাহেনশাহসহ ঢালিউড ও টালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কাড়েন এ সুন্দরী।

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |