ঢাকামঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

মোশাররফ করিম-রুনা খানের যে ভিডিও নেট মাধ্যমে জোগাচ্ছে হাসির খোরাক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৫ মে ২০২৫ , ০১:৩২ পিএম


loading/img
ছবি: কোলাজ

মোশাররফ করিম মানেই ভিন্নমাত্রার কিছু। বহু আগেই নানান চরিত্রে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক-সিনেমা কিংবা ওটিটি—সব স্তরেই সমানভাবে নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা।

বিজ্ঞাপন

অন্যদিকে দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। দিন যতই যাচ্ছে বয়স যেন কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। কখনও অভিনয়ে, কখনও বা ফেসবুকে ছবি দিয়ে।

এদিকে, সম্প্রতি মোশাররফ করিম ও রুনা খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিয়ে অন্যরকম চিন্তা করার সুযোগ নেই। আগামী ৫ জুন আসছে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। ওই ট্রেলারের একটি অংশে মোশাররফ-রুনাকে দেখা গেছে। যেটি ভাইরাল হয়েছে। 

বিজ্ঞাপন

ভিডিওটিতে হতাশ রুনা খানকে বলতে শোনা যায়, তুই কয়ডা বিয়া করছস? বেকায়দার পড়া মোশাররফ করিম উত্তর দেন, চাইরডা। ফের রুনার প্রশ্ন, তাইলে আমি কয় নাম্বার?’ মোশাররফের উত্তর, ছয় নাম্বার। এমন জবাবে দিগ্বিদিক শুন্য হয়ে মোশাররফের দিকে তেড়ে যান অভিনেত্রী।

ভাইরাল ওই ভিডিওটি নেট মাধ্যমে জোগাচ্ছে হাসির খোরাক। অনেকেই রুনার অভিনয়ের প্রশংসা করছেন। রুনা নিজেও ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে।

বিজ্ঞাপন

‘বোহেমিয়ান ঘোড়া’য় ট্রাক ড্রাইভার আব্বাসের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আট জেলায় আট স্ত্রী রয়েছে তার। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস আলাদা মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে।

বিজ্ঞাপন

সিরিজটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী— রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |