• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

সুশান্তের শেষ সিনেমা দেখে আবেগাপ্লুত কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক

  ২৭ জুলাই ২০২০, ১২:০১
kriti,
ছবিতে সুশান্ত-কৃতী।

মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’। গেল ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তির পর একের পর এক রেকর্ড গড়ছে।

নায়কের ভক্তরা ছবিটি দেখার পর উচ্ছ্বাসে ভেঙে পড়েছেন। সুশান্তের ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় আবেগাপ্লুত পোস্ট করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। সেখানে ‘দিল বেচারা’ ছবির ক্লিপ শেয়ার করে কৃতী লিখেছেন, এটা ঠিক হয়নি।

এই অভিনেত্রী আরও লিখেছেন, ম্যানির চরিত্রে তোমাকে কতবার ফের জীবন্ত হয়ে উঠতে দেখলাম। বুঝতে পারলাম চরিত্রটির কোন কোন জায়গায় তুমি নিজের সত্তা মিশিয়ে দিয়েছিলে।

ওই পোষ্টে কৃতি জানিয়েছেন, ছবিটি তাকে সব চেয়ে বেশি ছুঁয়ে গিয়েছে সেই অংশগুলো, যেখানে সুশান্তের মুখে কোনো সংলাপ নেই। কিছু না বলেও কত কী যে বলে গিয়েছে ও, লিখেছেন কৃতী।

পর্দায় সুশান্তকে শেষবারের মতো দেখাটা তার কাছে ছিল হৃদয় বিদারক। সাঞ্জনা সাঙ্ঘির অভিনয় ও মুকেশ ছাবরার পরিচালনার প্রশংসাও করেছেন কৃতি শ্যানন।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধোনির বন্ধুর প্রেমে মজলেন কৃতি শ্যানন
একই সিনেমায় টাবু-কারিনা-কৃতি শ্যানন
সামনে এআই সঙ্গীও পাওয়া যাবে : কৃতি
একসঙ্গে পর্দায় তিন অভিনেত্রী, টিজারেই উত্তাল নেটদুনিয়া