দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। এবার এই নির্মাতা ঈদে নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন।
কাজল আরেফিন অমি পরিচালিত জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণকে নিয়ে অমি এবার নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়ে মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে। মুক্তির পর বেশ আলোচনায় আছে ওয়েব ফিল্মটি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে এটি নিয়ে অনেকেই নানা পজেটিভ রিভিউ দিচ্ছেন।
এদিকে নির্মাতা অমি এবার তুলে ধরলেন পেছনের ক্যামেরার একটি গল্প। তিনি তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লিখেন, একটা কাজ ঠিকঠাকভাবে শেষ করতে আমরা কতটা পরিশ্রম করি সেটা সবাই বোঝে না। হাউ সুইট এর পেছনে আমাদের পুরো টিমের পরিশ্রম একটা উদাহরণ হয়ে থাকবে। অনেকে ভেবেছে আমরা হয়তো স্ট্যান্ডবাজি করেছি, তাই এই ভিডিওটি তখন শেয়ার করি নাই। বিশাল একটা দুর্ঘটনা থেকে আল্লাহ অপূর্ব ভাইয়া,ফারিন আর পাভেলকে রক্ষা করেছে। সবাই তাদের অসুস্থতা না সারতেই আবার কাজ শুরু করে দেয় মাত্র ২ দিনের মধ্যে। আমাদের এই পরিশ্রম,ত্যাগ আপনারা বৃথা যেতে দিচ্ছেন না তাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনার ঈদ আনন্দের জন্যই আমাদের এই হাউ সুইট। নিজে বিনোদিত হন এবং অন্যকে বিনোদনের সুযোগ করে দিন। হাউ সুইট আপনার ভালো লাগলে ছড়িয়ে দিন, আর আপনার ভালো না লাগলেও ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।
বরিশাল, ঢাকার বিভিন্ন লোকেশন শুটিং হয়েছে ‘হাউ সুইট’র। অপূর্ব-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল।
প্রসঙ্গত, নাটক নির্মাণ থেকে এখন ওটিটি’র কাজে বেশি দেখা যাচ্ছে অমিতে। বঙ্গতে তিনি পরপর হোটেল রিলাক্স, অসময় কনটেন্টগুলো বানিয়ে সাড়া ফেলেছেন।
আরটিভি/এএ/এআর