ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ঈদের ষষ্ঠ দিনে আরটিভির জমকালো আয়োজনে যা থাকছে 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২০ , ০৮:৩৪ পিএম


loading/img
ঈদ নাটকের চিত্র।

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি ঈদ অনুষ্ঠান সাজিয়েছে নতুনভাবে। ঈদের সাত দিনের অনুষ্ঠানে দর্শক পাবেন ভিন্ন মাত্রা। ৬ আগস্ট অর্থাৎ ঈদের ষষ্ঠ দিন আছে জমকালো আয়োজন। 

বিজ্ঞাপন

সকাল ১০টা ১০ মিনিটে দেখবেন বাংলা ছায়াছবি ‘মমতাজ’। অভিনয়ে আছেন শিল্পী মমতাজ, হুমায়ূন ফরিদী প্রমুখ।   

দুপুর ২টা ১০ মিনিটে দেখবেন বাংলা ছায়াছবি ‘আমাদের ছোট সাহেব’। অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ অনেকে।   
  
বিকেল ৫ টায় দেখবেন বেস্ট অব স্টার অ্যাওয়ার্ড; প্রযোজক শাহরিয়ার ইসলাম।

বিজ্ঞাপন

বিকেল ৫ টা ৩০ মিনিটে দেখবেন একক নাটক। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সরিকা সাবাহ  প্রমুখ

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দেখবেন একক নাটক ‘হ্যাপী অ্যানিভার্সারি’, রচনা করেছেন মুসাব্বির মুইদ, পরিচালনা করেছেন মাবরুর রশিদ রান্নাহ, অভিনয়ে মুশফিকুর রহমান ফারহান, উর্মিলা শ্রাবন্তি কর প্রমুখ।

রাত ৯ টায় দেখবেন একক নাটক 'কিভাবে ধনী হবেন', রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা, অভিনয়ে জাহিদ হাসান, সায়লা সাবি প্রমুখ।

বিজ্ঞাপন

রাত ১০ টায় দেখেবেন আরও একটি একক নাটক ‘মিথ্যে ঘটনা অবলম্বনে’, রচনায় শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় মাহামুদ হাসান রানা, অভিনয়ে: জোভান, সাবিলা নূর, মনিরা মিঠু প্রমুখ।

এছাড়া রাত ১১ টা ৩০ মিনিটে দেখেবেন একক নাটক ‘দি রিপোর্টার’। এটি রচনা করেছেন তাবারক হোসেন, পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব, অভিনয়ে: রিয়াজ আহমেদ, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খামেদ, আবুল হায়াত, নাবিলাহ তাবাসুম প্রমুখ। 

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |