ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাঙল কি পরীর বিয়ে?

বিনোদন ডেস্ক

সোমবার, ১৭ আগস্ট ২০২০ , ১১:১৭ এএম


loading/img
ছবি সংগৃহীত

করোনাকালে গেল মার্চে হঠাৎ করেই বিয়ের খবর জানিয়েছিলেন ঢাকাই ছবির অন্যতম সুন্দরী নায়িকা পরীমনি। নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে বিয়ের পর পাঁচ মাস না পেরুতেই সংসার ভেঙে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। 

বিজ্ঞাপন

নানা সময়ে ফেসবুকে নিজের অনেক ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি পরীমনি। শুধু তা–ই নয়, স্বামী ও সংসার নিয়ে কিছু জানতে চাইলেও এড়িয়ে যাচ্ছেন তিনি। প্রশ্ন উঠেছে তবে কি তিন টাকা দেনমোহরের সেই বিয়ে ভেঙেই গেল?

এ নিয়ে পরীর স্বামী কামরুজ্জামান রনিও মুখ খুলছেন না। বিষয়টি নিয়ে নিশ্চুপ তিনি। এদিকে পরীমনির ঘনিষ্ঠ অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পরীমনি আসলে হুজুগে বিয়েটা করেছেন। বিয়ের পর কয়েক দিন তাকে স্বামীর সঙ্গে দেখা গেছে। তারপর আর কোনো খবর নেই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। ওই ছবিতে অভিনয় করছেন পরীমনি। সেখানে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাদের। প্রেম থেকে হয় পরিণয়।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |