ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

শখের গোপন বিয়ে নিয়ে হৈচৈ  

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ , ১২:১৯ পিএম


loading/img
ছবিতে জনের সঙ্গে শখ।

জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এই করোনাকালে তার গোপনে দ্বিতীয় বিয়ে নিয়ে শোবিজে বেশ হৈচৈ শোনা যাচ্ছে। 

বিজ্ঞাপন

যদিও আগেও শখের বিয়ের গুঞ্জন শোনা গেছে। তবে বরাবরই এই অভিনেত্রী তা এড়িয়ে গেছেন। চলতি বছর ১২ মে ঘরোয়া আয়োজনে নাকি বিয়ে করেছেন শখ। বর রহমান জন। 

বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এক সময় অল্প-স্বল্প মডেলিং করেছেন। এখন অবশ্য তিনি  ব্যবসায়ী। দু’জনে সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়।

বিজ্ঞাপন

জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি বলিয়াদি গ্রামে বেড়াতে গিয়েছেন শখ। বর্তমানে শ্বশুরবাড়ি বলিয়াদি গ্রামে আছেন তিনি। করোনার প্রকোপ কমলে খুব শিগগিরই ঢাকায় ঘটা করে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। 

বিষয়টি নিয়ে আরটিভি নিউজ থেকে শখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

বিজ্ঞাপন

এর আগে মডেল-অভিনেতা নিলয় আলমগীর ও শখ দীর্ঘদিন প্রেমের পর ২০১৬ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। কিন্তু দুই বছরের মাথায় ভেঙে যায় তাদের এ সংসার।

অসংখ্য বিজ্ঞাপন, নাটকের পরিচিত মুখ শখকে দুটি  সিনেমাতেও দেখা যায়। ২০১০ সালে শাকিব খানের বিপরীতে ‘বলো না তুমি আমার’ ছবিতে কাজ করেন শখ।  এরপর ২০১৪ সালে তখনকার প্রেমিক নিলয়ের সঙ্গে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমাটি মুক্তি পায় তার।

আরও পড়ুন:

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |