• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

করোনায় 'আশীর্বাদ' ছাড়লেন  অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

  ১৮ আগস্ট ২০২০, ১৫:২৮
Apu Biswas left 'blessing' in Corona
ছবি সংগৃহীত

করোনায় মানুষ এখনো প্রতিদিন প্রাণ হাড়াচ্ছে। মা বিয়ষটি নিয়ে চিন্তিত। তাই এই মাসে চলচ্চিত্রে কাজ করতে দিতে চাচ্ছেন না। আমিও একটু ভাবছি কারণ কাজ করে বাসায় ফিরে সন্তান ও মায়ের সঙ্গে দেখা করতে হবে। 'আশীর্বাদ' ছবিতে কাজ শুরু হবে এই মাসেই। তাই 'আশীর্বাদ' ছবিটি কাজটি ছেড়ে দিতে হচ্ছে। কথাগুলো ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের।

গত ১৬ আগস্ট মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'আশীর্বাদ' ছবিতে চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। এটি প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস।
তবে আগামী মাস থেকে ছবির শুটিং-এ অংশ নেবেন তিনি।

এই কয়েকদিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যাবে। কয়েকটি সিনেমা নিয়ে কথাও হচ্ছে। সেগুলোর কাজ আগামী মাস থেকে শুরু করবে। বলছিলেন অপু বিশ্বাস।

এই নায়িকার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটিতে অপুর বিপরীতে রয়েছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতায় ‘শটকার্ট’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু। সেটিও এখন মুক্তির অপেক্ষায়।

আরও পড়ুন:

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলে জয়কে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলেন অপু বিশ্বাস
অপুর নতুন লুকে মুগ্ধ নেটবাসী
কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী
শাকিব আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি আসে: অপু