• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

রোজই হেনস্তার শিকার হতেন হিলটন

বিনোদন ডেস্ক

  ২৪ আগস্ট ২০২০, ১৩:২০
Paris Hilton,
ছবি সংগৃহীত

জীবনের কঠিন যন্ত্রণার কথা জানালেন অভিনেত্রী প্যারিস হিলটন। তার নতুন তথ্যচিত্রটি প্যারিসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আসছে ১৪ সেপ্টেম্বর।

পিপলস-এর খবরে বলা হয়, উটাহ প্রদেশের প্রোভো ক্যানিয়ন বোর্ডিং স্কুলে ১১ মাস পড়েছিলেন প্যারিস হিলটন।

হলিউডের এই অভিনেত্রী ওই স্কুলের অভিজ্ঞতা নিয়ে বলেছেন, আমার জীবনের সব থেকে খারাপ সময় কেটেছে এই স্কুলে। এখানে আমাকে নিয়ে সবাই যাচ্ছেতাই করত। আমাকে হেনস্তা করা হত।

তিনি আরও বলেন, স্কুল তো পড়াশোনা করার জন্য। কিন্ত সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস হত কম, বরং আমার ওপর চিৎকার, মাঝে মাঝে শারীরিক অত্যাচারও চলত। এটা একটা ক্রমাগত যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে। স্কুলের কর্মীরাও ছিলেন আশ্চর্য। আমাদের বাজে কথা বলতেন। আমাদের শারীরিকভাবে অত্যাচার করতেন। আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়ার চেষ্টা করতেন। তাদের অন্যায় কথাও যাতে আমরা শুনি তাই আমাদের ভয় পাইয়ে রাখতেন।

৩৯ বছর বয়সী হিলটন বলেন, আমি মানসিকভাবে শক্তিশালী নারী হয়েছি। সেজন্য গর্বিত আমি। মানুষ হয়তো ভাবছে আমার জীবনের প্রতিটি জিনিস আমার কাছে সহজ হয়ে গেছে। আর বিশ্বকে আমি সেটিই করে দেখাতে চাই।

এম

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়