• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বসুন্ধরা সিটিতেই থাকছে স্টার সিনেপ্লেক্স 

অনলাইন ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৮
star cineplex,
স্টার সিনেপ্লেক্স 

চুক্তির মেয়াদ অনুযায়ী বসুন্ধরা সিটি শপিংমলের সঙ্গে অক্টোবর ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল স্টার সিনেপ্লেক্স-এর। ফলে গত আগস্ট মাসে বসুন্ধরা সিটি শপিংমলের মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পায় প্রতিষ্ঠানটি।

তখন স্টার সিনেপ্লেক্স চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও বসুন্ধরা রাজি ছিল না বলে জানা যায়।

১৬ বছরে ধরে জনপ্রিয়তা নিয়ে চালু থাকা ৬ টি থিয়েটার বন্ধ হয়ে যাবে। বিষয়টি ১ সেপ্টেম্বর জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এই খবরে সিনেমাপ্রেমীরা বেশ হতাশ হন। তবে শেষ পর্যন্ত বসুন্ধরা সিটিতেই স্টার সিনেপ্লেক্স চালু থাকছে।

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানিয়েছেন, বসুন্ধরা কর্তৃপক্ষের স‌ঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন করার সম্ভাবনা দেখা দিয়েছে।

তিনি জানান, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলের সঙ্গে আমার কথা হয়েছে। বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্স চালু রাখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। বসুন্ধরা সিটি চুক্তি নবায়ন করতে আগ্রহী হয়েছে।

তবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নিয়ে ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে সিনেপ্লেক্স’
সিনেপ্লেক্স থেকে সিনেমা সরিয়ে নিয়ে যা বললেন প্রযোজক-নির্মাতা ইকবাল
স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে নির্মাতাদের অভিযোগ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!