ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

তিশার পরে করোনায় আক্রান্ত তাহসানও

আরটিভি নিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২০ , ১১:৪৪ এএম


loading/img
তিশা ও তাহসান দুজনেই সপ্তাহখানেক আগে একই ওয়েবসিরিজে কাজ করছিলেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। এর আগে তার সহশিল্পী তানজিন তিশার করোনা পজিটিভ এসেছে। দুজনেই মোস্তফা কামাল রাজের ‘মানি মেশিন’ শিরোনামের ওয়েবসিরিজে সপ্তাহ খানেক আগে কাজ করছিলেন। 

বিজ্ঞাপন

শুক্রবার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে এমনটা নিজেই জানিয়েছেন তাহসান।

তিশার করোনা শনাক্তের পর কোয়ারেন্টিনে ছিলেন তিনি। ওয়েব সিরিজের নির্মাতা ও অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলীরাও কোয়ারেন্টিনে আছেন।

বিজ্ঞাপন

তাহসান জানান, আমার সামান্য লক্ষণ দেখা দেওয়ার পর এই সপ্তাহে নমুনা জমা দিয়েছিলাম। সবেমাত্র পাওয়া রিপোর্টে জেনেছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত।

তিনি জানান, আমার জ্বর কিংবা গুরুত্বর কোনো শারীরিক অসুস্থতা নেই। পেশির হালকা ব্যথা ও সাধারণ দুর্বলতা রয়েছে। আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনাদের ভালোবাসা এবং উদ্বেগগুলো সত্যিই আমাকে স্পর্শ করেছে।

এসজে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |