শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অমিতাভ বচ্চন। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে- এমনই একটি গুজব ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনে। আর এতে অসন্তুষ্ট হয়েছেন বচ্চন পরিবার। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিষেক বচ্চন। খবর জিনিউজের।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে অভিষেক বচ্চন জানান, শুটিং স্পটে বাবা অসুস্থ হয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়। যদি এমন কিছু হয়, তাহলে অমিতাভ বচ্চনের কোনও ছদ্মবেশী হয়তো হাসপাতালে ভর্তি।
অভিষেক বচ্চন ওই খবর দেয়ার পর আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অমিতাভ বচ্চনের ভক্তরা।
সম্প্রতি কোভিড ১৯-এ আক্রান্ত হন অমিাভ বচ্চন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। অমিতাভ বচ্চনের অসুস্থতার পর কোভিডে আক্রান্ত হন অভিষেক বচ্চন। ঐশ্বরিয়া রায় এবং আরাধ্যার অসুস্থতার খবরও পাওয়া যায় এরপর। ৪ জনকে এরপর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সবাই সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
জিএ