• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

নায়ক জায়েদ খানের বিরুদ্ধে প্রযোজক সমিতির অভিযোগ মিথ্যা

বিনোদন ডেস্ক

  ১৭ নভেম্বর ২০২০, ১১:৩৭
জায়েদ খান।

বাংলাদেশ প্রযোজক ও পরিবেশ সমিতির সঙ্গে গেলো কয়েক মাস ধরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খানের সম্পর্ক ভালো যাচ্ছিল না। দুই পক্ষই অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে কঠোর অবস্থান নেয়।

হঠাৎ প্রযোজকদের স্বার্থ বিরোধী কাজের অভিযোগ এনে প্রযোজক ও পরিবেশক সমিতিসহ চলচ্চিত্রের বেশ কিছু সমিতির নেতারা সংবাদ সম্মেলন করে প্রযোজক সমিতি থেকে জায়েদ খানের সদস্য পদ স্থগিত ও বয়কট ঘোষণা করে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিবকে অভিযোগের বিষয়সমূহ তদন্ত করে প্রতিবেদন প্রেরণের দায়িত্ব প্রদান করা হয়।

তদন্ত শেষে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক-প্রযোজক-নায়ক জায়েদ খানের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। আদেশে প্রযোজক ও চিত্রনায়ক জায়েদ খানের কাজে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ আদেশ দেয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনের অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় বর্তমান কমিটি ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমর নাম ভাঙিয়ে চলেন জায়েদ খান, অতঃপর...
নতুন পরিচয়ে জায়েদ খান
সাকিবের অবসরের সিদ্ধান্ত নিয়ে তারকাদের মিশ্র প্রতিক্রিয়া
জায়েদ খানের নামে মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল