ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

মিথিলাকে নিয়ে সিকিমে সৃজিত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১ , ০১:১৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে মেয়ে আইরাকে নিয়ে কলকাতা শ্বশুরবাড়িতে ফিরে গেছে রাফিয়াত রাশিদ মিথিলা। স্ত্রী ও মেয়ে ফিরতেই তাঁদের নিয়ে সিকিমে বেড়াতে গেলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সিকিম ভ্রমণের কয়েক টুকরো মুহূর্তই উঠে এসেছে তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায়।

বিজ্ঞাপন

সিকিম ভ্রমণের ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘বহু প্রতীক্ষিত বিরতি’। হ্যাশট্যাগ ফ্যামিলি ভ্যাকেশন। 

অন্যদিকে সৃজিতের পোস্ট থেকে জানা গেছে, তাঁরা এই মুহূর্তে সিকিমের রংপো শহরে অবস্থান করছে। ছবি পোস্ট করে পরিচালক লিখেছেন, 'Oasis Cafe. Rang Po. With my Little Women.'। তবে সিকিম উড়ে যাওয়া আগে কলকাতা বিমানবন্দরের একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল সৃজিতকে। 

বিজ্ঞাপন

ক্রিসমাসের আগে মেয়ে আইরাকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন রাফিয়াত রাশিদ মিথিলা। ক্রিসমাস উপলক্ষে বাবা তাহসান খানের কাছে চলে আসেন ছোট্ট আইরা। তবে ক্রিসমাস বাংলাদেশে কাটালেও সমস্ত কাজ মিটিয়ে নতুন বছরের আগেই কলকাতায় ফিরে যান মিথিলা এবং আইরা। তারা কলকাতায় ফেরার পর তাদের নিয়ে নিউ ইয়ার এর সেলিব্রেশনে মেতে ওঠেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 

জিএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |