ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মোশাররফের ছেলের সঙ্গে পরকীয়ায় মেতেছেন নুসরাত (ভিডিও)

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ , ০৪:৪৪ পিএম


loading/img

সাম্প্রতিক সময়ে ব্যক্তিজীবনে স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে জড়িয়েছে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। পরকীয়া করছেন আরেক নায়ক যশের সঙ্গে এই নায়িকা। এমন গুঞ্জনের মধ্যেই সিনেমাতেও পরকীয়ায় জড়াতে দেখা গেলো তাকে।

বিজ্ঞাপন

ব্রাত্য বসুর নতুন ছবি ডিকশনারি'র মাধ্যমে আবারও একসঙ্গে ফের স্ক্রিন শেয়ার করছেন নুসরাত জাহান এবং আবীর চট্টোপাধ্যায়। ছবিতে কলকাতার এই ছবিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে দেখা যাবে। আর সেই ছবিতেই পরকীয়ায় মেতে উঠলেন নুসরাত। এমন একটি চরিত্রেই দেখা যাবে তাকে। আপাতত ট্রেলার সেই কথাই জানান দিচ্ছে।

'আমি বয়সে বড় হওয়ায় কোনোদিন সুখী হতে পারনি স্মিতা?' অশোক সান্যাল যখন স্মিতাকে এই প্রশ্ন করেন, তখন স্বামীকে উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়েন স্ত্রী। ছোট কিন্তু মন কেমন করা এই আলাপনে যাদের মুখ প্রকাশ্যে উঠে আসে, তারা হলেন নুসরাত জাহান এবং আবীর চট্টোপাধ্যায়। ট্রেলারে এমন দৃশ্যই চোখে পড়েছে।

বিজ্ঞাপন

গল্পে আরও দেখা যায়, মোশাররফ করিম কলকাতা থেকে যিনি ছেলেকে পুরুলিয়ায় পাঠান পড়াশোনার জন্য। কলকাতা থেকে পুরুলিয়ায় গিয়েই অশোক এবং স্মিতার সংসারে ঢুকে পড়েন সুমন। এরপর থেকেই বৌদি স্মিতার সঙ্গে সুমনের সম্পর্কের সূত্রপাত হয় বলে বিভিন্ন ছবি উঠে আসে ডিকশনারির ট্রেলারে।

অশোক সান্যাল এবং স্মিতার সংসারে সুমনের প্রবেশ এবং তার সঙ্গে বৌদির পরকীয়া সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন এবং জটিলতাকে তুলে ধরা হয়েছে এই ছবির ট্রেলারে।

বিজ্ঞাপন

সুত্র- জি নিউজ। 

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |