ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউটেলা এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতা সর্বাধিক বিজয়ীর রেকর্ড গড়েছেন। সনম রে’ ও ‘হেট স্টোরি ফোর’ সিনেমার জনপ্রিয় এ নায়িকার ব্যক্তিগত জীবনের কোনও বিষয়ে কখনো কিছু শোনা যায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাতকারে জানিয়েছেন, প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী তিনি।
উর্বশী বলেন, প্রথম দেখায় প্রেমে গভীরভাবে বিশ্বাস করি আমি। জানি অনেকেই এটা বিশ্বাস করেন না। তবে বিজ্ঞানসম্মত এর ব্যাখ্যা রয়েছে। তবে প্রথম দেখাতেই একজনের প্রতি গভীর প্রেম জন্মাবে তা নয়। শুরুতে আকর্ষণ তৈরি এবং এরপর তা ভালোবাসায় রূপ নেয়। এক্ষেত্রে প্রেমে পড়া যতটা সহজ তার থেকেও কঠিন হয়ে পড়ে সেই সম্পর্ক টিকিয়ে রাখা।
আরও পড়ুন :
- অটোরিকশা চালকের মেয়ে বিশ্ব সুন্দরীদের তালিকায়
- হিরো আলমের ‘গার্লফ্রেন্ড দেনা রে’
- সানি লিওনের শুটিং সেটে গুণ্ডাবাহিনীর হামলা, অতঃপর...
‘সিং সাব দি গ্রেট’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ও ‘পাগলপান্তি’ সিনেমার এ নায়িকা ভ্যালেন্টাইন প্রসঙ্গে বলেন, এবারের ভালোবাসা দিবসটি কাজের মধ্য দিয়েই কাটবে। শুটিং সেটে বসেই পার করব বিশেষ দিনটি। বর্তমানে এই নায়িকা ‘ইন্সপেক্টর অভিশাপ’ ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এসআর/এসএস