ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

করোনার টিকা নিলেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক,আরটিভি নিউজ

রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ০৯:২৮ পিএম


loading/img
করোনার টিকা নিলেন চঞ্চল চৌধুরী

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। নিজে টিকা নেওয়ার পর অন্যদেরও টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে এই অভিনেতা টিকা নেন। তিনি টিকা নেওয়ার ছবি প্রকাশ করে বিষয়টি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন।

চঞ্চল চৌধুরী সামাজিক মাধ্যম ফেসবুকে লেখেন, ‘হাসি মুখে করোনা ভ্যাকসিন গ্রহণ..ভ্যাকসিন (টিকা) নিন, সুরক্ষিত থাকুন। সবার জন্য ভালোবাসা’।

বিজ্ঞাপন

অন্যদিকে একই দিন সকালে টিক নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা ও চিত্রনায়ক আলমগীরসহ তাদের পরিবারের মোট ৯ সদস্য। এই তারকা দম্পতি টিকা নেওয়ার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জিএম/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |