ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হাসপাতালে ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ , ০৫:৫৪ পিএম


loading/img
আজিজুর রহমান।

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান অসুস্থ হয়ে কানাডার টরোন্টোর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ক্লাসিক চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’নির্মাণ করেছেন। খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে আলিয়া রহমান বিন্দি।

বিজ্ঞাপন

বিন্দি গণমাধ্যমকে জানান, গত ১৬ ফেব্রুয়ারি আজিজুর রহমানের ফুসফুসে পানি চলে আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৩৯ সালের ১০ অক্টোবর সান্তাহার রেলওয়ে জংশন শহরের কলসা সাঁতাহার মহল্লায় জন্মগ্রহণ করেন আজিজুর রহমান। তার পিতার নাম রুপচাঁন প্রামানিক। স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরবর্তীতে চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেন।

বিজ্ঞাপন

আজিজুর রহমান কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক এহতেশামের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ক্যারিয়ারে অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা (১৯৮০) চলচ্চিত্র পরিচালনা করে ব্যাপক খ্যাতি অর্জন করেন।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |