ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

একা একা আর পারি না: শ্রীলেখা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ মার্চ ২০২১ , ০৯:১০ পিএম


ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। এবার ভিডিওবার্তায় নিজের একাকীত্বের খবর জানালেন তিনি।

বিজ্ঞাপন

সেই ভিডিওবার্তায় দেখা যাচ্ছে, একা জিম করছেন শ্রীলেখা। তবে একা একা ভালো লাগছে না তার, বিরক্ত হয়ে যাচ্ছেন। এমনি মোটিভেটেড হতে পারছেন না।

৪ মিনিটি ৫১ সেকেন্ডের ভিডিওতে শ্রীলেখা বলেন, ‘এতো ব্যায়াম এক্সারসাইজ করি তাও রোগা হতে পারি না। তার কারণ খাওয়া কমাতে পারি না। মোটিভেশনই পাই না। শুধু ছেলে দেখেই মোটিভেটেড হব, সেটা ভাবার কিছু নেই। বেশ সুন্দর মেয়ে দেখলেও তো মোটিভেটেড হওয়া যায়।'

বিজ্ঞাপন

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত সেই ভিডিওবার্তায় তিনি আরও জানিয়েছেন- 'সারাদিন ব্যায়াম, ডায়েট করে রাতে ভরপুর খাওয়া-দাওয়া করে ফেলি। রাতে ফ্রিজ খুলে চকলেট, বিস্কিট, মাখন লাগানো বিস্কিট খেয়ে ফেলি। তাই রোগা হতে পারছি না।'

রোগা হওয়ার পরামর্শ চেয়ে ভিডিওর শেষে দর্শকদের অনুরোধ করে শ্রীলেখা বলেন, ‘নোংরা কথা লিখো না। আমরা একটা ভালো, বেটার ওয়ার্ল্ড দেখি চলো। তোমার হাতে একটা স্মার্টফোন আছে বলে খারাপ কথা বলার অধিকার তোমার নেই।’ সূত্র- সংবাদ প্রতিদিন

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |