ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দীঘির ওপরে ক্ষিপ্ত হয়ে যা বললেন হিরো আলম (ভিডিও)

বিনোদন ডেস্ক

বুধবার, ১০ মার্চ ২০২১ , ০১:৫৭ পিএম


loading/img
দীঘি-হিরো আলম এর আরটিভি নিউজের সংগৃহীত ছবি

আমি কারও বিরুদ্ধে লাগি না। আপনারা জানেন চিত্রনায়িকা দীঘি আমাকে নিয়ে কী মন্তব্যটা করেছেন! যে শিল্পী আরেকজন শিল্পীকে অসম্মান করে কথা বলে সে কোনোদিন শিল্পী হতে পারে না। আমি আরও দয়া কিংবা কারও করুণায় এ জায়গায় আসিনি। আমাকে কেউ কিন্তু এ জায়গায় আনেওনি। আমি নিজের যোগ্যতায় এসেছি। নিজের ইউটিউব চ্যানেলে কথাগুলো বলেছেন হিরো আলম।

বিজ্ঞাপন

মূলত কোনো এক সাক্ষাৎকারে দীঘির কাছে কয়েকজন অপছন্দের অভিনেতার নাম জানতে চাইলে তিনি প্রথমেই বলেন হিরো আলমের কথা।

আরও পড়ুন... দীঘির বিরুদ্ধে মামলা হচ্ছে

বিজ্ঞাপন

দীঘি বলেন, ওকে অভিনেতা বলা যায় না। ওকে অভিনেতা হিসেবে ধরিও না। নামের আগে হিরো শব্দটা যুক্ত করে রেখেছে। আসলে আমি এ বিষয়ে কথাই বলতে চাই না। আমি অপছন্দ কাউকে করবো না। আমি মোটামুটি কমবেশি সবার সঙ্গেই কাজ করেছি। আর অভিনেতা শব্দটা অনেক ভারি শব্দ। এটা সবাইকে বলা যায় না। নায়ক/হিরো সহজে হওয়া যায়, কিন্তু অভিনেতা সবাই হতে পারে না। কিছু কিছু পাবলিক থাকে নামের আগে হিরো বসাই ফেলে এবং হিরো হয়ে যায়।

হিরো আলম আরটিভি নিউজকে বলেন, আমি দীঘির কী ক্ষতি করছি ভাই। যে দীঘি আমার নামে এইসব কথা বললো। আমি নিজের টাকা দিয়ে সিনেমা বানাইছি। যা করছি নিজের যোগ্যতায়। দীঘি আমাকে নিয়ে এই কথা বলার সাহস পায় কীভাবে? আপনাদের (সাংবাদিকদের) কাছেই আমার প্রশ্ন রইলো।

 

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |