ঈদুল ফিতরের আজ তৃতীয় দিন। আর এই উৎসবকে কেন্দ্র করে সবার মাঝেই দেখা যাচ্ছে এক ভিন্ন আমেজ। পরিবারের সাথে ঈদ করতে অনেকেই গিয়েছেন দেশের বাড়ি। পাশাপাশি এই ছুটিতে বাড়তি আনন্দ যোগ করতে টিভি চ্যানেল, ওটিটি, ইউটিউবে আসছে অনেক নতুন নাটক, ওয়েবফিল্ম শুরু করে নানা ধরনের কন্টেন্ট। পাশাপাশি নিজেকে একটু সবার থেকে ভিন্ন করে সাজাতে নিচ্ছেন অনেকেই অনেক প্রস্তুতি। সবকিছু মিলিয়ে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। ঈদ নিয়ে পরিকল্পনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আরটিভির সঙ্গে কথা হলো অভিনেত্রী তমা সঙ্গে। জানালেন ঈদ পরিকল্পনাসহ নানান কথা।
আরটিভি: ঈদ কেমন কাটলো?
তমা মির্জা: ঈদে সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবারের সঙ্গেই কাটিয়েছি। আপনারা জানেন এবার আমার অভিনীত দাগি ছবিটি মুক্তি পেয়েছে। ঈদের দিন সন্ধ্যা থেকে আজ পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটিঢ় টিমের সঙ্গে ভিজিট করছি।
আরটিভি: আপনার ছবির সঙ্গে আরও কয়েকটি বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে, বাড়তি চাপ অনুভব করছেন কি?
তমা মির্জা: আসলে বড় বাজেট কিংবা ছোট বাজেট এটি মুখ্য বিষয় না। সবচেয়ে আনন্দের বাপার হল এবার ঈদে বেশ ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকরাও পরিবার নিয়ে হলে গিয়ে দেখছে সিনেমা। আসলে ঈদ তো একটা উৎসব আর এই উৎসবে চাপ কিংবা প্রতিযোগিতা থাকা উচিত নয়া। কোন ধরনের নোংরামিতে না গিয়ে সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করা উচিত।
আরটিভি: ‘দাগি’ দিয়ে দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন?
তমা মির্জা: আলহামদুল্লিলাহ, ঈদের দিন থেকেই প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। দর্শকরাও ভালো ভালো রিভিউ দিচ্ছে আমাদের সিনেমা নিয়ে। পাশাপাশি সবচেয়ে খুশির ব্যাপার হলো দর্শকদের চাপে ‘দাগি’র শো সংখ্যাও কিন্তু ইতোমধ্যে বাড়নো হয়েছে।
আরটিভি: শৈশবের ঈদ কেমন কাটতো?
তমা মির্জা: ছোটবেলার ঈদ ছিল একরকম, এখন ঈদ আরেক রকম। আসলে দুই সময়ে ঈদের ভিন্ন আমেজ, ভিন্ন রকম স্মৃতি। ছোটবেলায় ঈদে দেখা যেত ঈদের পরদিন খালামণি কিংবা চাচ্চুদের বাসায় যাওয়ার পরিকল্পনা হতো। তারাও আসত। ঈদের আগের রাতে হাতে মেহেদি দেওয়া যেটা এখনও আমি আমার আম্মার সঙ্গে দিই। তারপর ঈদের দিন সালামি উঠাতাম। আর এখন সালামি দিই। আগে ঈদে অনেক জামা নিতাম একেকদিন একেকটা পরার জন্য। অনেক ছেলেমানুষী করতাম তখন। আর এখন মূল ফোকাস পরিবার ও নিজের ক্যারিয়ার নিয়ে। এখন যেহেতু ঈদে আমার সিনেমা মুক্তি পায়, সেটি অন্যরকম একটা আমেজ তৈরি করে।
আরটিভি: ছোটবেলার ঈদ নিয়ে মজার কোনো স্মৃতি জানতে চাই।
তমা মির্জা: আসলে অনেক মজার স্মৃতিই আছে। তবে সবচেয়ে বড় কথা হলো এখন পর্যন্ত বাবা-মাকে ছাড়া কখনও ঈদ করিনি। আর ছোটবেলার ঈদ সবার মতো আমার কাছেও বেশ মজার ছিল।
আরটিভি: দর্শকদের জন্য কিছু বলুন।
তমা মির্জা: সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই নিরপদে থেকে ঈদ আনন্দে কাটান। যারা বাড়ি যেতে পারছেন না ছুটি না থাকায়, তাদের জন্য আসলে ঈদ কিছুটা কষ্টের। তবে মন খারাপ করার কিছু নেই, আপনার প্রিয় মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। ছুটি পেলেই আনন্দ করতে চলে যান বাড়িতে। আর হ্যাঁ, অবশ্যই বাংলা সিনেমার সঙ্গে থাকুন, বাংলা সিনেমা দেখুন।
আরটিভি/এএ-টি