টিকা নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজী হায়াৎকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সদস্য ও কাজী হায়াতের শিষ্য পরিচালক মোস্তাফিজুর রহমান মহারাজ।
তিনি বলেন, ‘কাজী হায়াৎ ভাই চিকিৎসকের পরামর্শ অনুসারে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের কেবিনে অবস্থান করছেন। তিনি কথা বলতে পারছেন। সকলের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন।'
গত বুধবার (১০ মার্চ) রাতে স্ত্রীসহ করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তার। কাজী হায়াৎ নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। হালকা জ্বর ছাড়া তাদের দু’জনের আর কোনো শারীরিক জটিলতা ছিল না বলে সেসময় জানিয়েছিলেন তিনি।
কাজী হায়াৎ সংবাদ মাধ্যমকে বলেন, বেশ কয়েক দিন আগে হঠাৎ করে আমার শরীরে জ্বর আসে। প্রথমে ভেবেছিলাম স্বাভাবিক জ্বর। তবে জ্বর না কমায় আমার স্ত্রীসহ করোনা পরীক্ষা করাই।
এর আগে চলতি মাসের ২ তারিখ রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে সস্ত্রীক করোনার টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ।
এনএস/পি